চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় সড়কে আগুনে একটি মাইক্রোবাস পুড়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ ক¶ের অপারেটর নজরুল ইসলাম বলেন, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মাইক্রোবাসটি গ্যাসচালিত হওয়ায় আগুন লাগার পর তা ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি গাড়ি নিয়ে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। আগুনে মাইক্রোবাসটির অর্ধেক অংশ পুড়ে গেলে দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হয়নি।