রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঝড়ো বাতাসে উপড়ে পড়ে স্থাপনা, ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০১৭ | ৩:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: হঠাৎ ঝোড়ো বাতাসে উপড়ে পড়া টিনের চালসহ স্থাপনার নিচে চাপা পড়ে রাসেল দে (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। এ সময় আহত হন আরও দুইজন। শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের ফিশারি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রণজিৎ দে’র ছেলে। চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন তিনি। আহত দুজন হলেন বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকার আবদুল খালেক (৪০) এবং কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার সৈয়দুল আলম (৬০)।

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, এক মিনিটের মতো স্থায়ী একটি ঝোড়ো বাতাসে টিনের চালসহ বিভিন্ন স্থাপনা উড়ে যায়। এ সময় রাসেল দেসহ তিনজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেল দেকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তংচংগ্যা বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণ হচ্ছে। ঘূর্ণিঝড় বা টর্নেডোর কোনো তথ্য নেই। ঝড়ো বাতাসের কারণে ঘর উপড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে।