অর্থমন্ত্রীকে বিশ্রামে পাঠানোর আহবান

চট্টগ্রাম: নবম ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা সাংবাদিক সমাজকে মর্মাহত ও ক্ষুব্দ করেছে। অবিলম্বে তাঁর এ আপত্তিকর বক্তব্য প্রত্যহার করে সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহবান জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। তা না হলে তথ্যমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে মাঠে নামবে সাংবাদিক সমাজ।

বৃহস্পতিবার ১০ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত নবম ওয়েজবোর্ড ও সাংবাদিকদের নিয়ে অর্থমন্ত্রীর অশালীন বক্তব্যের প্রতিবাদে সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, আগস্ট মাস শোকের মাস। কিন্তু সাংবাদিক ও সংবাদপত্র শিল্প নিয়ে সম্প্রতি দেয়া অর্থমন্ত্রীর বক্তব্য জাতির জনকের চেতনাকে ভুলুন্ঠিত করেছে। গণমাধ্যম নিয়ে অর্থমন্ত্রীর এসব বক্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক। এ দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্র রক্ষার জন্য অর্থমন্ত্রীকে ছুটি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, অর্থমন্ত্রী যদি এ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করেন তাহলে তাঁকেও ভবিষ্যতে সাংবাদিক সমাজ বয়কট করবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, সুপ্রভাত ইউনিট প্রধান স.ম. ইব্রাহিম, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান আবদুর রউফ পাটোয়ারী, সিইউজে সদস্য শাহরিয়ার হাসান, অনিন্দ্য টিটো, আল রাহমান, মাসুদুল হক, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লতিফা আনসারী রুনা প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, সিইউজের অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, সিইউজে সদস্য জোবায়ের সিদ্দিকী, নিজাম সিদ্দিকি, নাসির উদ্দিন চৌধুরী, মো. ফারুক, মিঠুন চৌধুরী, শামসুল ইসলাম বাবু, ফরিদ উদ্দিন, নিপুল দে, শিউলী শবনম, প্রিতম দাশ, দীপংকর দে, বাবুন পাল, অমিত দে, এম.এ. হোসাইন, জোবায়ের জুয়েল গোলাম সরওয়ার, শীতল দেব, বিপ্লব মজুমদার, রাজীব বড়–য়া, আজিজুল কদির, বাসু দেব, আহসান হাবিব, সাইদুল আজাদ, চম্পক চক্রবর্ত্তী, দিলীপ তালুকদার, রনি দে, জুয়েল শীল প্রমুখ।