কক্সবাজারে বন্দুক ও ইয়াবাসহ ট্রলারের মাঝি আটক

কক্সবাজার: কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার তল্লাশী করে দুটি দেশীয় বন্দুক, ৮ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ (৫০) নামে এক মাঝিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রলারটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে মাছ ধরার ট্রলারে তল্লাশী করে এসব অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ শহরের সমিতিপাড়ার মৃত বাচা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন তথ্যে’র ভিত্তিতে ট্রলারটি তল্লাশী করে দুটি দেশীয় তৈরী বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৩৫ হাজার ৪শ‘ ৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এঘটনায় সন্দেহভাজন আরও একজনকে আটক করা হলেও পরে তার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।