চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে ৯০০ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিফাতুল ইসলাম (২৬) কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকার আবদুর শুক্কুরের ছেলে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, কক্সবাজার থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০০ ইয়াবাসহ রিফাতুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।