চট্টগ্রামে রাজকীয় আকদ!

চট্টগ্রাম: সোমবার রাতে এক রাজকীয় আকদ্ সম্পন্ন হয়েছে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভিআইপি রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আলোচিত এ্ই অনুষ্ঠানের বর মাহমুদুল আলম আকিব দেশের অন্যতম শিল্পগ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বড় ভাই মোরশেদুল আলমের ছেলে। আর কনে ইশফাক আরা জাহান রাফিকা চট্টগ্রামের সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে। দিদারুল আলম তাহের গ্রুপের চেয়ারম্যান আবু তাহের এর জ্যেষ্ঠ সন্তান এবং চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমের ভাতিজা।

এর আগে সোমবার দুপুরে চট্টগ্রামের বায়তুশ শরফ মসজিদে বর-কনের আকদ সম্পন্ন হয়।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার জিয়াউদ্দিন বাবলু এমপি, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।

রেডিসন ব্লু হোটেল সূত্রে জানা গেছে, এই আকদ্ অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল প্রায় ১৬শ’, যার মধ্যে বেশকিছু ভিআইপি ছিলেন। অতিথিদের জন্য কাচ্চি বিরিয়ানী, গরুর মেজবানি মাংস, চিংড়ি, চিকেনসহ মোট ১০ পদের খাবারের আয়োজন করা হয়।

পরবর্তীতে আরও বড় পরিসরে বিয়ের মূল অনুষ্ঠান করা হবে বলে সংসদ সদস্য দিদারুল আলমের পারিবারিক সূত্রে জানা গেছে।