চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় উদযাপিত হয়েছে রাখি বন্ধন উৎসব।
ভাই ও বোনের প্রীতিবন্ধনে রাখি পূর্ণিমায় সনাতন হিন্দু, জৈন ও শিখরা এ উৎসব পালন করে। এদিনে বোন ভাইয়ের হাতে রাখি নামে একটি রাখি বেঁধে দেয়। রাখিটি ভাইয়ের প্রতি বোনের ভালবাসা, ভাইয়ের জন্য মঙ্গল কামনা ও বোনকে আজীবন রক্ষায় ভাইয়ের শপথের প্রতীক।
এবার প্রথমবারের মত এ উৎসব পালন করল চরলক্ষ্যা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ।
গত সোমবার সন্ধ্যা ৭টায় চরলক্ষ্যা জ্বালা কুমারী মন্দিরে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বোন ভাইয়ের হাতে রাখি সুতো বেঁধে দেন। পরর্বতীতে চরলক্ষ্যা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রিপন দাশের সভাপতিত্বে রাখির তাৎপর্য শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন শ্রী দিপংকর দে।
আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্রী মিঠুন চৌধুরী, জুয়েল চৌধুরী, বিপ্লব দে, সবুজ দে, লিমন দাশ, জয় দে, সঞ্জয় চৌধুরী, প্রাঙ্গণ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।