রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘রেসকোর্স চট্টগ্রাম’ আর ‘রেসকোর্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ একই সংগঠন নয়

প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০১৭ | ১:১৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম: ‘রেসকোর্স চট্টগ্রাম’ আর ‘রেসকোর্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ একই সংগঠন নয় বলে জানিয়েছে ‘রেসকোর্স চট্টগ্রাম’ নামের একটি রক্তদাতা, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে বলা হয়, ‘রেসকোর্স চট্টগ্রাম (একটি রক্তদাতা, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন) বিগত কয়েক বছর যাবত সুনামের সহিত রক্তদান, শিক্ষা, সমাজসেবা ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। সমগ্র চট্টগ্রাম বিভাগে রেসকোর্স চট্টগ্রামের সুপরিচিতি রয়েছে।’

‘সম্প্রতি রেসকোর্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নামে একটি সংগঠন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দিয়াজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন আয়োজন করে আসছে। যেটিতে দিয়াজ হত্যা মামলার অভিযুক্ত আসামীরা যুক্ত রয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মানববন্ধনের সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি রেসকোর্স চট্টগ্রাম এর দৃষ্টিগোচর হয়। তাই সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি উক্ত মানববন্দন এবং রেসকোর্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাথে রেসকোর্স চট্টগ্রাম এর নুন্যতম সম্পর্ক নেই। এবং রেসকোর্স নামটি ব্যবহারের অনুমতি না নিয়ে পক্ষান্তরে তারা অপরাধ করেছে বলে প্রতীয়মান।’

‘রেসকোর্স চট্টগ্রামের কোন শাখা নেই, তাই রেসকোর্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগঠিত কোন কার্যক্রমে দায়ভার আমরা গ্রহণ করতে বাধ্য নই এবং তাদের নামটি ব্যবহারে নিষেধ করা গেল। আগামীতে রেসকোর্স নামটি ব্যবহার করলে রেসকোর্স চট্টগ্রাম এর পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’