চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযান চালিয়ে ২ যুবদল নেতা ও ৯ জুয়াড়িসহ বিভিন্ন মামলায় মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে আজ শনিবার দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
এরা হলেন- যুবদল নেতা আবু সিদ্দিক বাল্লা (৪৫) ও বাবুল বাহাদুর শাস্ত্রী (৪৫)। অন্যান্যরা হলেন, রেজাউল করিম সাদ্দাম, মোঃ আকবর ও মোহাম্মদ ইমরান হোসেনসহ ১৩ জন।
জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থানা পুলিশ। এ প্রেক্ষিতে সীতাকুণ্ডের পন্থিছিলা থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামী পৌরসভা যুবদল নেতা আবু সিদ্দিক বাল্লা ও ইউনিয়ন যুবদল নেতা বাবুল বাহাদুর শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
একই রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ রেজাউল করিম সাদ্দামের সঙ্গে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পারিবারিক মামলায় পরোয়ানাভুক্ত ইমরান হোসেন ও বিশেষ ক্ষমতা আইনে পরোয়ানাভুক্ত মো. আকবর ও অন্যান্য মামলায় আরও দুজনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রেজাউল করিম সাদ্দামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্যসহ ৯ টি মামলা আদালতে বিচারাধীন আছে।
অপরদিকে যুবদল নেতা বাবুল বাহাদুর শাস্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের ৫টি মামলা বিচারাধীন। তাদের সবাইকে আজ শনিবার (২৭ মে) দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ একুশে পত্রিকাকে বলেন, বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।