রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষকের ছোড়া ডাস্টারের আঘাতে চোখ হারাতে বসেছে ছাত্র

প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০১৭ | ১:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম: শিক্ষকের ছোড়া ডাস্টারের আঘাতে চোখ হারাতে বসেছেন চট্টগ্রাম নগরীর বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র; এই ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের করা মামলায় মঙ্গলবার শিক্ষক আরিফ বিল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আরিফ বিল্লাহ নগরীর বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক। আহত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

এর আগে বেত্রাঘাতে ছাত্রের চোখের কর্নিয়া নষ্ট হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা মো. কামরুজ্জামান। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশিদ’র আদালতে অভিযোগটি সরাসরি এফআই‌আর হিসেবে গ্রহণ করার জন্য নগরীর ইপিজেড থানাকে নির্দেশ দেন। মঙ্গলবার অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে ইপিজেড থানা পুলিশ।

তদন্ত কর্মকর্তা ও ইপিজেড থানার এসআই মোহাম্মদ সায়েম বলেন, গত ২৯ জুলাই শ্রেণিকক্ষে শিক্ষক আরিফ বিল্লাহ ডাস্টার দিয়ে আঘাত করলে ওই ছাত্রের চোখে মারাত্মক জখম হয়। তার ডান চোখে মারাত্মক জখম হয়েছে। মামলা হওয়ার পর মঙ্গলবার শিক্ষক আরিফকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেত্রাঘাতসহ যে কোনো ধরনের নির্যাতনে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু শিক্ষক আরিফ বিল্লাহ উগ্র স্বভাবের। পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের মারধর করতেন বলে আমরা জেনেছি। স্কুলের অন্যান্য শিক্ষার্থীরাও এই শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে।