সেপটিক ট্যাংকে পড়া মোবাইল উদ্ধারে গিয়ে নিহত ২

চট্টগ্রাম: ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়া মোবাইল ফোন উদ্ধারে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাগান বাজার ইউনিয়নের হলুদিয়া গ্রামের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হলুদিয়া গ্রামের আম্বার আলীর ছেলে মুহাম্মদ ইসমাইল (৪০) এবং তার প্রতিবেশী আবদুল মালেকের ছেলে আবদুল কালাম (৩৯)।

গ্যাসের বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে জানিয়ে ৭ নম্বর হলুদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ঘরের লাগোয়া টয়লেটে গিয়ে ইসমাইলের মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি উদ্ধার করার জন্য ট্যাংকের ভেতর নেমে আটকে যায় ইসমাইল। তাকে উদ্ধারের জন্য কালাম এগিয়ে যায়। এরপর সে ট্যাংকে পড়ে যায়। পরে সেপটিক ট্যাংকের পাশের মাটি কেটে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করে।