চট্টগ্রামে স্বর্ণের ৮টি বারসহ আটক ৩

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ৮টি স্বর্ণের বার ও বিদেশী মুদ্রাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রিয়াজউদ্দিন বাজারে মাহমুদ এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. মামুন (৩০), নূরনবী (৩৭) এবং ফয়জুল হক (৩৮)।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বলেন, ৮টি স্বর্ণবারসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছে ওমান, কাতার, বাহরাইনের মুদ্রা এবং যুক্তরাষ্ট্রের কিছু ডলার পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা জেনেছি আটক তিনজন স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।