রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

প্রকাশিতঃ ৮ অগাস্ট ২০১৭ | ৬:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ফটিকছড়ির পেলাগাজি দিঘী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবুল ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার হেফাজুর রহমানের ছেলে। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।

ফটিকছড়ির থানার এসআই হাবিবুর রহমান বলেন, বাড়ি যাওয়ার পথে পেলাগাজি দিঘী এলাকার সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাবুল। এতে রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।