চট্টগ্রাম: চট্টগ্রামে সাতকানিয়ায় এক রিকশাচালককে খুন করে তার রিকশা ছিনতাই করে পালানোর সময় অন্তত পাঁচ কিলোমিটার দূরে গ্রেফতার হয়েছেন দুইজন। মঙ্গলবার ভোর রাতে চন্দনাইশের দেওয়ান হাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
নিহত রিকশাচালক আবুল বশর (৩৫) সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড নতুন চরখাগরিয়ার সুলতান আহমদের ছেলে। গ্রেফতার দুইজন হলেন- বেলাল হোসেন (৩০) ও মো. জাহিদ (৩০)।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ২টার দিকে চন্দনাইশের দেওয়ান হাট থেকে অটোরিকশা ভাড়া করে সাতকানিয়ার খাগরিয়ার দিকে যান গ্রেফতারকৃতরা। খাগরিয়া গণিপাড়া ব্রীজের নির্জন স্থানে যাওয়ার পর তারা বশরকে খুন করে রিকশা নিয়ে পালায়। দেওয়ান হাট এলাকায় সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে চন্দনাইশ থানার টহল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশরকে খুন করে অটেরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার কথা তারা স্বীকার করেন। এরপর গ্রেফতার দুইজনকে সাতকানিয়া থানা পুলিশের হাতে তুলে দেয় চন্দনাইশ থানার পুলিশ।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, রিকশাচালককে গাছের সাথে বেঁধে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে হত্যা করেছে গ্রেফতারকৃতরা। ঘটনায় জড়িত তিনজনের মধ্যে একজন পলাতক আছে। তাকে ধরতে অভিযান চলছে।