চট্টগ্রাম: চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে ৪০৯ ক্যান বিয়ার ও ১ হাজার ৫৭৮ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার কোস্টগার্ড পূর্বজোনের জাহাজ শেঠগং নিয়মিত টহলের সময় ইঞ্চিন বোটে তল্লাশি চালিয়ে এসব বিয়ার উদ্ধার করে।
কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লে. ফখরুদ্দিন আহাম্মদ জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের ১৭ নং খাল সংলগ্ন এলাকা এবং আনোয়ারা উপকূলে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ বিয়ার এবং ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এর মধ্যে ৪০৯ ক্যান বিয়ার রয়েছে ও ১ হাজার ৫৭৮ পিস ইয়াবা রয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।