রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিতঃ ৮ অগাস্ট ২০১৭ | ১:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

সোমবার দুপুরে মাঝিরঘাট এলাকা থেকে গ্রেফতার মোহাম্মদ মনির হোসেন ওরফে মনির (২৬) ফেনীর ফুলগাজী থানার কালেকাপুর বেলাল হোসেনের ছেলে।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানান, মনির সদরঘাট থানা পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। এছাড়া ছিনতাইকারীর তালিকায়ও তার নাম আছে। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন থেকে খুঁজছিল পুলিশ।

থানায় তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, মাদক, ছিনতাই ও দ্রুত বিচারসহ ৭ টিরও বেশি মামলা রয়েছে।

গ্রেফতারের পর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি মর্জিনা আক্তার।