চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সভাপতি আলমগীর টিপু বলেছেন, আপনাদের নিশ্চিত করছি দেশ ছেড়ে যাব না। প্রয়োজনে আমার পাসপোর্ট আপনাদের কাছে জমা রাখব। তদন্তের জন্য সিআইডি মঙ্গলগ্রহে যেতে বললেও যাব।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবি চত্বরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, দোষীদের সর্বোচ্চ শাস্তি ও হয়রানিমূলক আচরণ বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
‘রেসকোর্স’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। দিয়াজের মৃত্যুর ঘটনায় তার মা জাহেদা আমিনের দায়ের করা মামলায় আলমগীর টিপুসহ ১০ জনকে আসামী করা হয়।
মানববন্ধনে আলমগীর টিপু বলেন, দিয়াজের মৃত্যুর বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। মামলায় আমাদের ১০জনকে আসামী করা হয়েছে। কিন্তু কোন সাক্ষী এখনো বলতে পারেনি আমাদের সংশ্লিষ্টতা রয়েছে। বরং প্রতিনিয়ত সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
তিনি বলেন, সায়মা জেরিন প্রিয়াংকার সাথে দিয়াজের একটি সম্পর্ক ছিল। তাও তদন্তে খতিয়ে দেখতে হবে। মেয়েটি কেন আড়ালে চলে গেল সে বিষয়েও তদন্ত করা উচিত।
এসময় তিনি বলেন, আপনাদের নিশ্চিত করছি দেশ ছেড়ে যাব না। প্রয়োজনে আমার পাসপোর্ট আপনাদের কাছে জমা রাখব। তদন্তের জন্য সিআইডি যদি মঙ্গলগ্রহেও যেতে হলে যাব।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দুই ধরনের হওয়ার বিষয়টি তদন্ত করা জরুরি। পাশাপাশি তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিন দিন কার কোথায় অবস্থান ছিল তা নির্ণয় করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে।
স্থগিত কমিটির বহিষ্কৃত যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন স্থগিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম, সহ-সভাপতি সাখাওয়াত রায়হান, সহ-সভাপতি আবদুল মালেক, প্রচার সম্পাদক মোঃ রাশেদুল জিসান, ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান, বহিষ্কৃত আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন পারভেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার প্রমুখ।