আনোয়ারায় অস্ত্রসহ গ্রেফতার পলাতক আসামি

চট্টগ্রাম: আনোয়ারায় অস্ত্রসহ মো. রাসেল (৩০) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুুলিশ। শনিবার দিনগত রাতে পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাসেল আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের উপর হামলার ঘটনায় করা মামলার পলাতক আসামি। সে রৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের আবু নাছেরের ছেলে।

সূত্র জানায়, গত শনিবার রাত আড়াইটায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রাম থেকে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামের উপর হামলাজনিত মামলার পলাতক আসামী মো. রাসেলকে (৩০) গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ঘর থেকে একটি দেশী তৈরী অস্ত্র (এলজি) ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে আনোয়ারা থানার এসআই সুজন কুমার দে, এসআই খন্দকার মাঈনুল হক, এএসআই রেজাউল করিম ও হান্নান মজুমদার ওই অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, গ্রেফতার রাসেল কয়েক মাস আগে আনোয়ারা কলেজ ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামের উপর হামলার মামলায় পলাতক ছিলেন। তাকে ওই মামলার পাশাপাশি অস্ত্র আইনে গ্রেফতার দেখানো হয়েছে