পাহাড়ে বিদ্যুৎ সংযোগ চাইতে গিয়ে ধরা

চট্টগ্রাম: পাহাড়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে গিয়ে আটক হয়েছেন আট ব্যক্তি। রোববার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আমজাদ হোসেন, আবু তাহের, বশির উল্লাহ, যদু মোহন দাশ, সৌলেল বাড়ই, মো. জামাল, মোক্তার আহমেদ ও মো. ছাদেকুর রহমান।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারি কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে সীতাকু-ের জঙ্গল সলিমপুরের পাহাড়ে বসতি গড়ে তোলা বেশকিছু পরিবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। সেই বিদ্যুৎ সংযোগ ফিরে পেতেই আবেদন নিয়ে এসেছিল তারা। এই আট ব্যক্তিকে আটক করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।