চাক্তাইয়ে চালের গুদাম ও মিল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রাম: নগরের পাইকারী চালের বড় বাজার চাক্তাই এলাকায় চালের গুদাম ও মিল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার পর রোববার সকালে তা নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, লামারবাজার, চন্দনপুরা, নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে বেলা সাড়ে ১১টা বেজে যায়।

চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, আগুনে তিনটি চালের মিল, গুদাম ও পাইকারী দোকান এবং কয়েকটি মুদি দোকানসহ অন্তত ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।