রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রামগড়ে ওষুধী ও ফলজ চারা বিতরণ

প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০১৭ | ১০:৩৫ পূর্বাহ্ন

খাগড়াছড়ি প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, প্রধানমন্ত্রীর সুদৃঢ় পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

শনিবার খাগড়াছড়ির রামগড় উপজেলায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্য ওষুধী ও নানান জাতের ফলের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় হটিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সভাপতি সৌরভ তালুকদার, সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন চৌধুরী, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল আলম প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন মিয়ার কাছে রামগড় শিল্পকলা একাডেমীর উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন মংসুইপ্রু চৌধুরী অপু।