পুনর্মিলনী উৎসবকে সামনে রেখে পার্বত্যাঞ্চলে সর্ববৃহৎ সাইকেল শোভাযাত্রা

শংকর চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা খাগড়াছড়িতে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠে দীর্ঘদিন পর প্রাণের ক্যাম্পাসে হতে যাচ্ছে প্রথম পুনর্মিলনী উৎসব।

আগামী ২৩ ডিসেম্বর বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী উৎসব উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বের করা হয় পার্বত্যাঞ্চালের সর্ববৃহৎ সাইকেল শোভাযাত্রা।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাইকেল শোভাযাত্রাটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে জেলা সদরের স্বনির্ভর, খবংপুড়িয়া, শব্দমিয়া পাড়া, বাস স্ট্যান্ড, শান্তিনগর, শহীদ কাদের সড়ক, অর্পণা চৌধুরী পাড়া, পানখাইয়া পাড়া, হাসপাতাল এলাকা ঘুরে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

সাইকেল শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার। পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার এবং অত্র বিদ্যালয়ের ছাত্র ১৯৯৩ ব্যাচ ও উদযাপন কমিটির সদস্য বিনোদন ত্রিপুরা জানান, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠে ১ম পুনর্মিলনী উৎসবে অংশগ্রহণ করবে দেশ বিদেশে অবস্থানরত কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।

এতে অংশগ্রণে রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।