রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘সৃষ্টিকর্তা প্রদত্ত অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার কারও নেই’

প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০১৭ | ৮:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম: সৃষ্টিকর্তা প্রদত্ত মানব অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী।

শনিবার সন্ধ্যায় নগরের লালদিঘী এলাকায় তানজিমুল মুসলেমিন এতিমখানা মিলনায়তনে সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

সাবেক বিচারপতি আমিরুল কবিরকে সংবর্ধনা দিতে এ সভার আয়োজন করে মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী বলেন, সৃষ্টিকর্তা প্রদত্ত অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার। এ অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার কারও নেই। এ অধিকার ছিনিয়ে নেওয়ার দুঃসাহস যারা দেখাবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন আমরা পত্রিকার পাতা খুললেই দেশের কোথাও না কোথাও মানবাধিকার লংঘনের ঘটনা দেখতে পাই। এসব অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও চট্টগ্রামের সাবেক জেলা পিপি আবুল হাশেম বলেন, সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। বেসরকারীভাবে তিনি বাংলাদেশে প্রথম মানবাধিকার সংগঠন করেছেন। চট্টগ্রামের এ সন্তানকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।

মানবাধিকার কমিশনের নির্বাহী সম্পাদক মো. আব্দুল মজিদ চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. জাফর আহমদ, মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্বাহী সভাপতি এ. এম. গোলাম ফারুক মামুন, বিশেষ প্রতিনিধি রফিক উদ্দীন বাবুল, সিনিয়র সহ-সভাপতি হাজী ইকবাল আলী আকবর, লায়ন সাব্বির আহমদ, লায়ন মাওলানা মো. ইউসুফ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফেরদৌস খান আলমগীর, যুগ্ন সম্পাদক লায়ন সালাউদ্দীন লাভু, সাংগঠনিক সম্পাদক এস এম রফিকুল আলম, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুল হক চৌধুরী প্রমুখ।