চট্টগ্রামে ছেলের গাড়ি চাপায় বাবার মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামে ছেলের গাড়ি চাপায় হুমায়ুন কবির মজুমদার (৬৫) নামের এক মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনীতে এই দুর্ঘটনা ঘটেছে।

নগরীর শেরশাহ কলোনীর এস এম সড়কে ১২ নম্বর বাড়ির মালিক হুমায়ুন কবির ছিলেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারতে বের হন হুমায়ুন কবির। নিজস্ব প্রাইভেটকার চালচ্ছিলেন তার ছোট ছেলে ফাহাদ কবির অপু। কবর জিয়ারতের পর তারা স্ব-পরিবারে কর্ণফুলী নদী দেখতে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফিরেন তারা। গাড়ি থেকে হুমায়ুন কবির নেমে পড়েন। অন্যরা সবাই গাড়ির ভেতরে ছিলেন।

হুমায়ুন কবির পেছন থেকে গাড়ির সিগন্যাল দিচ্ছিলেন। তপু গাড়ি পেছনে নেন। এ সময় পেছনে থাকা দেয়াল ও গাড়ির চাপে হুমায়ুন কবির গুরতর আহত হন। পরে হুমায়নকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মানবিক দিক বিবেচনায় এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে নিহতের স্ত্রী পারভীন আরা কবির একটি সাধারণ ডায়েরি করেছেন।