কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামু তেচ্ছি ব্রীজ এলাকায় যাত্রীবাহি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, রামু উপজেলার জোয়ারিয়ানালার ইলিশিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হামিদুল হক (২৮) ও একই উপজেলার চাকমারকুলের অছিউর রহমানের ছেলে মোহাম্মদ হাসান (৩০)। দুজনেই মোটর সাইকেল আরোহী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহি ‘শ্যামলী মা’ বাসের সাথে কক্সবাজারমূখী একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় হামিদুল। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত হাসানকে চট্টগ্রামে নেয়ার পথে তিনটার দিকে মারা যান।