রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বাস্থ্য খাতে বছরে ১৩ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে চসিক

প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০১৭ | ৫:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: প্রতি বছর ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার সকালে নগরীর উত্তর কাট্টলীস্থ আলহাজ্ব মোস্তফা-হাকিম নগর মাতৃসদন হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সেখানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন’র উদ্বোধন করেন মেয়র।

আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মাতৃসদন, জেনারেল হাসপাতাল, নগরস্বাস্থ্য কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়সহ সর্বত্র আধুনিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। এখান থেকে সহজলভ্য চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জেনারেল হাসপাতালে কিডনি রোগীদের জন্য ডায়লোসিস, আলহাজ্ব মোস্তফা-হাকিম নগর মাতৃসদন হাসপাতালে আধুনিক ল্যাবরেটরী সহ আলট্রাসনোগ্রাফী সংযোজন করা হবে।

তিনি বলেন, প্রতি বছর ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে স্বাস্থ্য সেবা অব্যাহত রাখা হয়েছে। ইতোমধ্যে নগরে বসবাসরত গরীব ও স্বল্প আয়ের মানুষ যাতে সুলভে চিকিৎসাসেবা পায় সেজন্য ওয়ার্ড পর্যায়ে পরিচালিত হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্রের রোগী রেজিষ্টেশন ফি ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিটি মেয়র বলেন, নানা কারণে কর্পোরেশেনের হাসপাতালে কর্মরত চিকিৎকদের উপযুক্ত সম্মানী দেয়া যাচ্ছে না। তাদের ন্যায্য সম্মানী দেয়া গেলে নগরীর স্বাস্থ্যসেবার পরিধি আরো বৃদ্ধি পেতো। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত জনবল কাঠামো অনুমোদিত হলে কর্পোরেশনের স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকির পরিমান আরও বাড়বে ও নতুন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, কর্মকর্তা-কর্মচারি নিয়োগ পাবে।

এদিকে সারা দেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরীর ৪১ ওয়ার্ডে ১ হাজার ২৮৮ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী প্রায় ৭৫ হাজার শিশুকে একটি নীল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৮০ হাজার শিশুকে একটি লাল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ সময় যে সমস্ত শিশুর বয়স ৬ মাস পূর্ণ হয়েছে তাদেরকে মায়ের দুধের পাশপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ অধ্যাপক নিছার উদ্দীন আহমেদ মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা মোহম্মদ আলী, আলহাজ্ব মোস্তফা হাকিম হাসপাতালের ইনচার্জ ডা.নাছিম ভুঁইয়া, স্থানীয় সমাজসেবক নেছার আহমদ, ইকবাল চৌধুরী, আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম।