১২টি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।

শুক্রবার বেলা ২টার দিকে আবদুর রহিম নামের ওই যাত্রীর ব্যাগেজে চার্জলাইটের ভেতর লুকিয়ে রাখা বারগুলো পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, গ্রিন চ্যানেল পার হয়ে কাস্টমসের স্ক্যানিংয়ে ওই যাত্রীর ব্যাগে স্বর্ণের বারের বিষয়টি ধরা পড়ে। পরে ব্যাগ খুলে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হলেও যাত্রী পালিয়ে গেছে। উদ্ধার করা এসব সোনার ওজন এক কেজি ৪০২ গ্রাম, এর আনুমানিক বাজার দাম ৭০ লাখ টাকা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।