চোখের সামনে বাবার নির্মম মৃত্যু দেখেছে সে

চট্টগ্রাম: বাবা-ছেলে রিকশা করে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাস ওই রিকশাকে দেয় ধাক্কা। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা ফরিদ। চোখের সামনে বাবার মৃত্যু দেখে কান্না থামছে না বছর সাত-আটের ছেলের।

দুর্ঘটনায় নিহত ফরিদ উদ্দিন (৩৫) উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় আহত ফরিদের ছেলের নাম জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার দুপুরে চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ান হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানান হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ওসি মো. মিজানুর রহমান।

তিনি বলেন, দ্রুতগামী একটি নোহা মাইক্রোবাস ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদ মারা যায়। তার শিশু ছেলে সামান্য আহত হয়। তাকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চোখের সামনে বাবার মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে ফরিদের ছেলে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করা হয়েছে।