চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ট্রাকচাপায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে খুলশী থানাধীন জিইসি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, জিইসি থেকে এমইএস কলেজমুখী জাকির হোসেন সড়কে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় মারা যান ওই নারী। তার পরনে লাল-গোলাপী ও সাদা রংয়ের প্রিন্টের সুতি শাড়ি রয়েছে।
তিনি বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।