রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০১৭ | ২:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ অভিযান চলে।

গ্রেফতার তিনজন হলেন- চাঁদপুরের মতলব থানার বহরী গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. আলমাচ (২৮), একই থানার সরদার কান্দি গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে মো. ওসমান (১৯) ও বরগুনার বেতাগী থানার বকুলতলা গ্রামের শাহজাদা হাওলাদারের ছেলে মো. সাগর (১৬)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ফেনী থেকে শহরগামী একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে রাস্তার পাশে গাড়িটি রেখে ৩ জন দৌঁড় দেয়। ধাওয়া দিয়ে তাদের আটক এবং কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবর শাহ থানায় মামলা হয়েছে।