রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০১৭ | ২:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুন পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার রাজাছড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে সৈয়দুর রহমান (২৫) ও চট্টগ্রামের সন্দ্বীপ থানার হরিশপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মহব্বত ইসলাম ওরফে মিশু (২৫)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে অক্সিজেন থেকে হাটহাজারীগামী একটি অটোরিকশা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি করে দুইজনের পকেটে এক হাজার করে মোট দুই হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, গ্রেফতার দুজন টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।