চট্টগ্রাম: ফটিকছড়িতে চোরাই তিনটি মোটরসাইকেলসহ তিন যুবককে করা হয়েছে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ির বাবুনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. ফজলুল করিম (২৫), রবিউল হোসাইন চৌধুরী ওরফে সজীব (২০) ও মহিন উদ্দিন ওরফে মহিন (২৫)।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি বাবুনগর এলাকায় ভাই ভাই মোটর সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে ১৫০ সিসির একটি অ্যাপাচি, একটি পালসার ও ১২৫ সিসির ডিসকভার মোটারসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলগুলোর সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত।