চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ৫ লাখ ৩০ হাজার শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
শনিবার ৬ থেকে ১১ মাসের ৮০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাসের ৪ লাখ ৫০ হাজার শিশুকে ১টি করে লাল রঙের (২ লাখ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন
তিনি বলেন, সুষ্ঠুভাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্নের লক্ষ্যে চসিকের স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ৪১ ওয়ার্ডের ১ হাজার ২৮৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ খাওয়ানো হবে। চার হাজার স্বেচ্ছাসেবক থাকবেন কেন্দ্রে।
সংবাদ সম্মেলনে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, কাউন্সিলর হাজি নুরুল হক, গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, এসএম হাবিবুল হক, ডা. মো. আলী প্রমুখ উপস্থিত ছিলেন।