চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও পরিদর্শক পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার এসব আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।
পুলিশ সূত্র জানায়, উপকমিশনার (সরবরাহ ও পরিবহন) শ্যামল কুমার নাথকে পদায়ন করা হয়েছে উপকমিশনার (সদর) পদে। গোয়েন্দা পুলিশের (পশ্চিম ও বন্দর) উপকমিশনার মো. মারুফ হোসেনকে পাঠানো হয়েছে উপকমিশনার (সরবরাহ ও পরিবহন) পদে। উপকমিশনার (পিওএম) মোহাম্মদ শহীদুল্লাহকে বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগের (পশ্চিম ও বন্দর) উপকমিশনার পদে।
এদিকে সিএমপিতে সংযুক্ত অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিককে গোয়েন্দা বিভাগের বন্দর জোনে পদায়ন করা হয়েছে। গোয়েন্দা বিভাগের বন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার আকরামুল হোসেনকে জনসংযোগ বিভাগে পদায়ন করা হয়। অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বদলি হচ্ছেন লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হিসেবে।
এদিকে ১৭ জুলাই বিশেষ শাখার পরিদর্শক নেজাম উদ্দিনকে চান্দগাঁও থানার ওসির দায়িত্ব দেওয়ার আদেশ বাতিল করা হয়েছে; ওসি পদে যাচ্ছেন বিশেষ শাখার পরিদর্শক আবুল বাসার।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।