রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাইল কাদের গ্রেফতার

প্রকাশিতঃ ৩ অগাস্ট ২০১৭ | ৬:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী আব্দুল কাদের ওরফে ডাইল কাদেরকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল কাদের (৩৮) মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার ধোপলা পয়সা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা রয়েছে।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বলেন, কাদের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে এক সময়ের বরিশাল কলোনীর ত্রাস ছিল। পুলিশের উপর হামলাসহ অন্তত ১৪টি মামলা আছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে পলাতক এই সন্ত্রাসীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।