চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী ও সদরঘাট এলাকা থেকে নয় হাজার ১০০ ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। বুধবার দিনগত রাতে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা হলেন- মোছাম্মৎ গুল নাহার বেগম (৩০), সালাম (৪২), মোস্তফা (৪৫), নুর কালাম (২৭) ও মো. মহিবুল্লাহ (২৭)।
জানা গেছে, নিউ মার্কেট এলাকা থেকে গুল নাহার ও সালামকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে পাওয়া মাংসের বাটিতে বিশেষ কৌশলে রাখা চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে পৃথক অভিযানে নগরীর ব্রিজঘাট এলাকা থেকে চার হাজার ১০০ পিস ইয়াবাসহ মোস্তফা ও নুর কালামকে গ্রেফতার করা হয়। সদরঘাট থানার উত্তর নালাপাড়া থেকে মহিবুল্লাহকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বলেন, এসব ঘটনায় কোতোয়ালী ও সদরঘাট থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।