আনোয়ারায় অস্ত্রসহ দুই ডাকাত আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

আনোয়ারার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকা থেকে বুধবার দিনগত রাতে তাদের আটক করা হয় বলে জানান আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার নাথ।

আটক মোহাম্মদ আলী (৩০) আনোয়ারার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকায় সুলতান আহমদের ছেলে ও আবদুল মান্নান (১৮) বখতিয়ার পাড়ার আবদুল কাদেরের ছেলে।

থানা সূত্র জানায়, পশ্চিমচাল এলাকায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আনোয়ারা থানার এসআই হাফিজ উদ্দীন, এএসআই নুরুল আমিনের সঙ্গীয় ফোর্স বুধবার দিনগত রাত একটার দিকে পশ্চিমচাল সুলতান আহমদ চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসআই সুজন কুমার নাথ বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত রহিম পালিয়ে গেলেও ডাকাত মোহাম্মদ আলী ও আবদুল মান্নানকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। তাদের কাছ থেকে একটি এলজি, ১৫ রাউন্ড গুলি, একটি কিরিচ, দুইটা চাকু ও একটা চোরা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।