ইয়াবা রাখার দায়ে যুবকের সাজা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ১০ পিস ইয়াবা রাখার দায়ে এক যুবককে ১৪ দিন কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।

সাজাপ্রাপ্ত ইমতিয়াজ হোসেন রানা (৩০) রাউজান থানার গহিরা খন্দকার বাড়ির মোহাম্মদ মিয়ার ছেলে।

ওসি মহসীন বলেন, রানাকে টেক্সটাইল এলাকা থেকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

পুলিশের দাবি রানা মাদকসেবী ও ইয়াবা বিক্রেতা।