রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আলোর প্রতীকের আহ্বায়ক কমিটি গঠিত

প্রকাশিতঃ ২ অগাস্ট ২০১৭ | ৯:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম: সম্প্রতি নিরক্ষরতা মুক্ত দেশ গঠনের প্রত্যয় নিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সাউথ চিটাগাং গ্রামার স্কুল মিলনায়তনে ‘আলোর প্রতীক’ নামক সংগঠন গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সেলিম উদ্দীন সানীকে আহ্বায়ক; আবদুল্লাহ আল মামুনকে সদস্য সচিব; জিয়াউল হক, মাসুক আহমেদ, তৌহিদুল ইসলাম জনি, আব্বাস উদ্দীনকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আলোর প্রতীক’ মূলত শিক্ষার বিস্তারে কাজ করে যাবে। সমাজে বিভিন্ন কারণে শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে সংগঠনটির প্রচেষ্টা অব্যাহত থাকবে।