৪০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন এলাকা থেকে ৪০০ বোতল ফেন্সিডিল এবং একটি পিকআপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে সিটিগেট সংলগ্ন উত্তর কাট্টলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।ৎ

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মিজান (২৮), মোঃ নুরুন্নবী (৩০) ও আনোয়ার হোসেন (২২)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, গ্রেফতারকৃতদের তথ্য মতে পিকআপটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা হয়েছে।