চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খোরশেদ আলম গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার সকালে বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার খোরশেদ আলম (৩০) নগরের সিঅ্যান্ডবি কলোনির মনা ভান্ডারির ছেলে। তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সাতটি মামলা আছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত ২৫ মার্চ সিঅ্যান্ডবি কলোনি এলাকায় স্বামীকে বেঁধে রেখে সহযোগীদের নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করে খোরশেদ। তার বিরুদ্ধে ধর্ষণ, চুরি, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ অন্তত সাতটি মামলা আছে।

তিনি আরও বলেন, সর্বশেষ ধর্ষণের ঘটনায় মামলা হলে খোরশেদ হাটহাজারিতে পালিয়ে যায়। সেখানে একটি বাড়িতে চুরি করে শহরে চলে এসে ধরা পড়ে সে। খোরশেদের বড় ভাই একটি গণধর্ষণ মামলার আসামি।