চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পাথরঘাটায় এক ভবনের দেয়াল ধসে ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নজু মিয়া লেইন ৪ নম্বর গলিতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. আলতাফ (২৬), মো. বেলাল (৩০), বাবুল (১৫), মো. আজমীর (২২), নুরনবী (৩২) ও অরিফ (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের উদ্যোগে নজু মিয়া লেইনে নাল খনন করে ঢালাইয়ের কাজ চলছিল। খনন করা নালার পাশে একটি ভবনের সীমানা দেয়ালটি ভেঙে পড়ে। প্রায় আট ফুট উঁচু ও ৮০ ফুট দীর্ঘ দেয়ালটি পড়ে বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আহত অবস্থায় হাসপাতালে আসা ছয়জন শঙ্কামুক্ত।