মিরসরাইয়ে আইনশৃঙ্খলা সভা বয়কট করেছে চেয়ারম্যান সমিতি

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মাসিক আইন শৃঙ্খলা সভা বয়কট করেছে মিরসরাই চেয়ারম্যান সমিতি।

সোমবার দুপুরে অনুষ্ঠিত এই সভা বয়কট করা করে উপজেলার ১৬ ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে গঠিত চেয়ারম্যান পরিষদ।

মিরসরাই উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী জানান, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন শৃঙ্খলা সভায় মিরসরাই ও জোরারগঞ্জ থানার প্রতিনিধি এবং উপজেলার ১৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিল। এসময় ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর উপর পুলিশের শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সভা বয়কট করে চেয়ারম্যান পরিষদ।

সভার শুরুতে চট্টগ্রাম চেয়ারম্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা বয়কটের ঘোষনা দেন বলে জানান মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী।

চট্টগ্রাম চেয়ারম্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী একজন জনপ্রতিনিধি। তিনি যদি কোন অন্যায় করে থাকেন তাহলে আইন রয়েছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু পুলিশ তাকে জোরজবরদস্তি করে খৈয়াছরা ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করে। পরে তার উপর শারিরীক ও মানসিক নির্যাতন করা হয়। জাহেদ চেয়ারম্যানের উপর পুলিশের শারিরীক ও মানসিক নির্যাতনের প্রতিবাদের মঙ্গলবারের আইনশৃঙ্খলা সভা বর্জন করা হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কায়সার খসরু ব্যবহৃত মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

গত ১৫ জুলাই বড়তাকিয়া বাজারে পুলিশ ও সিএনজি অটো রিকশা চালকদের সাথে মিরসরাই থানা পুলিশের সংঘর্ষ হয়। ওই রাতে পুলিশের অস্ত্র লুটসহ বিভিন্ন অভিযোগ এনে মিরসরাই থানা ও নিজামপুর পুলিশ ফাঁড়িতে দুইটি মামলা করে পুলিশ। পরে ওই রাতেই পুলিশ চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে পরিষদ থেকে গ্রেফতার করে।