চট্টগ্রাম: পাহাড়ি ঢলে নিখোঁজের ১০ দিন পর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ভান্ডালজুড়ি খালে ব্যবসায়ী মতিউর রহমানের (৩২) লাশ মিলেছে। মঙ্গলবার সকালে খালের জঙ্গল কড়লডেঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
নিহত মতিউর রহমান বোয়ালখালীর আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের দক্ষিণ কড়লডেঙ্গার চম্পা তালুকদার পাড়ার ইউছুপ নবীর ছেলে। বোয়ালখালীর পাহাড়ে কয়েকটি বাগান আছে ব্যবসায়ী মতিউর রহমানের।
স্থানীয় সূত্র জানায়, ২৩ জুলাই বৃষ্টির সময় পাহাড়ের লেবু বাগানে চার শ্রমিককে কাজে নিয়ে গিয়েছিল মতিউর। সাঁতার না জানায় ভান্ডালজুড়ি খালে ওই দিন ঢলের পানিতে তিনি তলিয়ে যান। খালের যে অংশে নিখোঁজ হয়েছিল এর কাছাকাছি স্থানেই মঙ্গলবার সকালে লাশ পাওয়া যায়।
বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে পাহাড়ে কাজে যাওয়ার সময় খালের জঙ্গল কড়লডেঙ্গা এলাকায় লাশ দেখতে পায় স্থানীয় শ্রমিকরা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মতিউরের লাশ সণাক্ত করে।