চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে ১৫ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন তারা।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার চর রাজাপুরের মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইয়াসিন (৩৪) ও কুসুমবাগ আবাসিক এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. মেহেদী (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নগরীতে এসেছিল ইয়াসিন। এরপর মেহেদীর সাথে যোগাযোগ করে কুসুমবাগ আবাসিক এলাকায় যায়। ইয়াসিনের কাছে ৯ কেজি ও মেহেদির কাছ থেকে ৬ কেজি গাঁজা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে খুলশী থানার মামলা হয়েছে।