প্রেমের দ্বন্দ্বে তরুণ খুন

চট্টগ্রাম: এক মেয়েকে পছন্দ মাসুম ও হাসানের। এ নিয়ে দুই তরুণের মধ্যে তৈরী হয় দ্বন্দ্ব। এরই এক পর্যায়ে খুন হয় মাসুম। অভিযোগ হাসানের বিরুদ্ধে। ঘটনাটি সোমবার রাতের, চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায়।

নিহত মোহাম্মদ মাসুম (১৯) খুলশীর ঝাউতলা বিহারি কলোনি এলাকার মো. জুলফিকারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, এক মেয়ের সাথে মাসুম ও হাসানের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি হাসানকে বাদ দিয়ে মাসুমের সাথে সম্পর্ক বজায় রাখে। এতে মাসুম ও হাসানের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়। সহযোগীদের নিয়ে মাসুমকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে হাসান। সোমবার গভীর রাতে ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানেই মাসুমের মৃত্যু হয়।

খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, প্রেমের দ্বন্দ্বের ঘটনা নিয়ে মাসুম খুন হয়েছেন। ঘটনায় জড়িত হাসান ও তার সহযোগি রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।