রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘প্রজন্ম মিরসরাই’

প্রকাশিতঃ ১ অগাস্ট ২০১৭ | ১২:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম: মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের সামাজিক সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’।

সোমবার মিরসরাইয়ের ঝুলনপোল উচ্চ বিদ্যালয়, আবুরহাট উচ্চ বিদ্যালয়, মাদ্দারহাট ফাজিল মাদ্রাসার ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ বছরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ঝুলনপোল বেনী মাধব উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩ তম ব্যাচের প্রাক্তন ছাত্র ও ঝলুনপোল বেনী মাধব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এস এম আবু সুফিয়ান, ঝুলনপোল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক বাবু মানিক রতন শর্মা, ঝুলনপোল বেনী মাধব উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আবছার নিজামী, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ খান, ৬ নং ইউনিয়নের ড্রিম ক্রীড়া ক্লাব ও বিজলি ক্লাবকে সম্মাননা দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও প্রজন্ম মিরসরই এর উপদেষ্টা শেখ আতাউর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্বের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো প্রসারিত করতে এগিয়ে আসতে হবে সবাইকে। আর তার জন্য সবার আগে চাই শিক্ষা।

তিনি আরো বলেন, প্রজন্ম মিরসরাই গোটা মিরসরাইয়ে তাদের যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে তা নি:সন্দেহে প্রশংসনীয়। তাদের কার্যক্রমে মিরসরাইবাসীকে সামিল হয়ে সহযোগিতা করার আহব্বান জানাচ্ছি।

এস. এম. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি রাজিব চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, ৬ নং ইছাখালী ইউনিয়ন চেয়ারম্যান মো: নরুল মোস্তফা, ঝুলনপোল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সুপিয়ান, প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক ইউনুছ নুরী, সহ সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রিপন দাশ, শাহাদাত হোসেন রিফাত, অর্থ সম্পাদক রাহুল দাশ, দপ্তর সম্পাদক জুয়েল দাস,প্রচার সম্পাদক আজমল হোসেন মুন্না, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুজন বাপ্পি, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ইরফান রিজভী, প্রধান ইউনিয়ন সমন্বয়ক তানজীল, ইউনিয়ন সমন্বয়ক জাবেদ হোসেন, তওহীদুল ইসলাম, সাজিদুল হাসান, আব্দুল মান্নান প্রমুখ।