১৫ অক্টোবর থেকে ‘উইমেন্স এসএমই এক্সপো’

চট্টগ্রাম: ১৫ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে মাসব্যাপী একাদশ ‘ইন্টারন্যাশনাল উইমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৭’; নগরীর পলোগ্রাউন্ড মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

এই মেলার আয়োজন করেছে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই)। মেলায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ‘ব্যাংকি ম্যাচ-মেকিং ফেয়ার’, ফুড কার্নিভাল, লাইফ স্টাইল এক্সপোজিশান আয়োজন করা হবে।

এ উপলক্ষে সোমবার দুপুরে সিডব্লিউসিসিআই সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সভাপতি ও উইমেন চেম্বারের পরিচালক রেবেকা নাসরিন।

তিনি বলেন, মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসহ এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, আয় বৃদ্ধি এবং ভোক্তা উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এবার মেলায় ছোট-বড় তিনশ স্টল এবং পনেরটি প্যাভেলিয়ন করার সুযোগ থাকবে।

মেলা আয়োজনে রপ্তানি উন্নয়ন ব্যুরো, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশন এবং জুট ডাইভারর্সিফিকেশন প্রমোশন সেন্টার সহযোগিতা করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা সুলতানা, জ্যেষ্ঠ সহ-সভাপতি খালেদা এ আউয়ালসহ উইমেন চেম্বারের পরিচালকরা।