সক্রিয় জাল নোট চক্র, গ্রেফতার ২

চট্টগ্রাম: কোরবানির বাজারকে সামনে রেখে চট্টগ্রামে অপতৎপরতা শুরু করেছে জাল নোট সরবরাহকারী চক্র। এই চক্রের দুই নারী সদস্য ৫৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার হয়েছেন।

রোববার রাতে আকবর শাহ ও ডবলমুরিং থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বিবি আছমা নদী (২৫) ও ফাতেমা বেগম (৩৫)। তারা দুইজনই লক্ষীপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার দিনগত রাতে সিটি গেইট এলাকা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক আচরণের জন্য পুলিশ নদীকে আটক করে তল্লাশি করে। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার নোটের সমমানের ৪০টি জাল নোট পাওয়া যায়। পরে নদীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ফাতেমা বেগম নামে এক নারীর কাছ থেকে টাকাগুলো নিয়ে লক্ষীপুর যাচ্ছিলেন বলে জানান। এরপর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৬ নম্বর রোডে একটি বাসায় অভিযান চালিয়ে ফাতেমাকে গ্রেফতার করা হয়। পরে বাসা তল্লাশি করে আরও ১৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর বলেন, নদী ও ফাতেমার কাছ থেকে জেনেছি জাল নোটের ব্যবসায় জোহরা নামের একজন আছে। বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়েও জোহরাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কোরবানির বাজারকে সামনে রেখে জাল নোট সরবরাহের কাজ শুরু করেছিল এই তিন নারী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।