চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুরগামী একটি কনটেইনার থেকে বাবুল ত্রিপুরা (৩৫) নামে এক শ্রমিককে উদ্ধার করেছে বন্দরের নিরাপত্তাকর্মীরা। রোববার দিনগত রাতে চট্টগ্রাম বন্দরের ৪ নং গেইট এলাকায় কনটেইনারের ভেতর থেকে ওই শ্রমিককে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শ্রমিক বাবুল ত্রিপুরা খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বাসিন্দা। সীতাকুণ্ডের বারআউলিয়ায় একটি বেসরকারির প্রতিষ্ঠানের ডিপোতে কাজ করেন তিনি। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আব্দুল গাফফার বলেন, রোববার রাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিপো বন্দরের ৪ নং গেইটে এসে পৌঁছায়। ওই ডিপোতে থাকা কনটেইনারের ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে গেটের নিরাপত্তাকর্মীরা কনটেইনার খুলে তাকে উদ্ধার করেন। ৪০ ফুটের এই কনটেইনারটি সিঙ্গাপুরগামী চার্লি জাহাজে ওঠার কথা ছিল।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া শ্রমিক সুস্থ আছেন। তার ভাষ্যমতে, কইটেইনারের ভেতর কাজ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। পরে ঘুম ভাঙার পর নিজেকে বন্ধ কনটেইনারের ভেতর দেখে তিনি চিৎকার শুরু করেন। পরে বন্দরের লোকজন তাকে উদ্ধার করে।